“সনাতনের উপর নির্ভর করেই বিশ্ব চলছে, যারা সনাতন মুছে ফেলার কথা বলেন তাদের প্রতি করুণা হয়,” কটাক্ষ ভাগবতের

আমাদের ভারত, ১২ অক্টোবর: সাম্প্রতিক অতীতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও করোনা রোগের সঙ্গে তুলনা করে একে মুছে ফেলার ডাক দিয়েছিলেন। সনাতন ধর্মের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য তাকে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। এরই মধ্যে সনাতন ধর্ম নিয়ে তাকে পাল্টা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

বৃহস্পতিবার হরিয়ানার রহোতকে অবস্থিত বাবা মস্তনাথের আশ্রমে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই বিশ্ব চলছে সনাতন ধর্মের উপর নির্ভর করে। আগেও তাই চলেছে, আগামী দিনেও সেটাই চলবে। ফলে সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলা অনেকটা কুড়ুলের ওপর পা রাখার মতো। কারণ সনাতন ধর্মের গতি রোধ করা সম্ভব নয়। বরং যারা একে নির্মূল করার কথা বলছেন তাদের পা কেটে যাবে কুড়ুলে।”

তিনি বলেন, “যারা এই ধরনের কথা বলে তাদের উপর আমার রাগ নয়, করুণা হয়। জ্ঞান না থাকার কারণেই তারা এই ধরনের কথা বলেন। তাঁর দাবি, সনাতন ধর্মকে কিভাবে রক্ষা করতে হয় তা সাধুরা আগেই বলে দিয়েছেন। আমরা তাদের দেখানো পথ অনুসরণ করে চলেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *