রেশন থেকে পর্যাপ্ত খাদ্য সামগ্রী না দেওয়ায় ডিলার সহ কর্মীদের তালা বন্ধ করে রাখলো জলপাইগুড়ির রায়পুর চা বাগানের শ্রমিকরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ জুন: রেশন থেকে দেওয়া হচ্ছে না পর্যাপ্ত খাদ্য সামগ্রী। আটা আছে তো চাল নেই, চাল আছে তো আটা নেই এই অভিযোগ তুলে রেশন ডিলার সহ কর্মীদের তালা বন্দি করল জলপাইগুড়ির রায়পুর চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চা বাগান এলাকায়। অন্তদ্বয় অন্য যোজনার কার্ড নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এর জেরে শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন রেশনের খাদ্য সামগ্রী থেকে। এদিকে রেশন ডিলারের তরফে খাদ্য দফতরের সঙ্গে যোগাযোগা করে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রায়পুর চা বাগানের দীর্ঘদিন থেকে অচল অবস্থা। বাগানের চা পাতা তোলার কাজ বন্ধ। এদিকে বেশিরভাগ শ্রমিক বিকল্প কাজ করছেন শহরে এসে। আবার অনেকে ভিন্ রাজ্যে পারি দিয়েছেন কাজের সন্ধানে। মাঝে কিছুদিন শ্রমিকরা নিজেরাই গোষ্ঠী করে কাঁচা চা পাতা তুলে বাইরে বিক্রি করে কোনো রকমে তাদের চলছে। এদিকে রক্ষণাবেক্ষণের অভাবে চা বাগান নষ্ট হচ্ছে। এরই মধ্যে চা বাগানের শ্রমিকরা পর্যাপ্ত রেশন না পেয়ে বিপাকে পড়েছেন। বাগানে প্রায় সাড়ে পাঁচশো স্থায়ী শ্রমিক রয়েছে। বেশ কিছুদিন থেকে রেশন থেকে পর্যান্ত খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না। শ্রমিকরা অভিযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়ে এ দিন বাগানের শ্রমিকরা একজোট হয়ে বিক্ষোভে সামিল হলেন। রেশন দোকানের সামনে ক্ষোভ প্রকাশ করলেন শ্রমিকরা। এরপর রেশন দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এদিকে তালাবন্দি হয়ে রয়েছেন রেশন দোকানের ডিলার সহ কর্মীরা। যতক্ষণ সমস্যার সমাধান না হবে তালা খোলা হবে না বলে জানালেনে আন্দোলনরত শ্রমিক গুরু মণ্ডল।

স্থানীয় প্রধান প্রধান হেমব্রম বলেন, “চা শ্রমিকরা পর্যাপ্ত রেশন পাচ্ছেন না। এওয়াই কার্ড নিয়ে সমস্যা। এই কারণে সকলে এক হয়ে তালা দিয়েছেন রেশন দোকানে।”

এদিকে ডিলার মিনা বেগম বলেন, আমার চাল পাওয়ার কথা ১১৫ কুইন্টাল দেওয়া হয়েছে ৬৯ কুইন্টাল। আটা পাওয়ার কথা ৭৭ কুইন্টাল দেওয়া হয়েছে ১০ কুইন্টাল, এই কারণে সমস্যা। খাদ্য দফতরকে জানানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *