জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর , ৩০ আগস্ট: বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল তৈরি করার সময় পা হড়কে উপর থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে দাঁতন দুই নম্বর ব্লকের আমানি গ্রামে। মৃত শ্রমিকের নাম হরিপদো মালি। বয়স ৪৫ বছর।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বিশ্বকর্মা পুজোর জন্য সোমবার সকালে প্যান্ডেলের কাঠামো তৈরি করছিলেন হরিপদ মালি। উপরে বাটাম পেটানোর সময় পা হড়কে নিচে পড়ে যান তিনি। সহকর্মী এবং স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বেলদা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলদা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।