আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ নভেম্বর: আচমকা ঘোষণায় করোনা পরিস্থিতির শুরুতেই বন্ধ হয়ে গিয়েছিল যাত্রীবাহী লোকাল ট্রেন। কয়েক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় ট্রেন চালু হওয়ার ঘোষনায় রেলের উপর ভরসা করে কর্মস্থলে পৌঁছায় যে সমস্ত নিত্যযাত্রীরা তারা অনেকটাই খুশি।
আজ সোমবার থেকে রেলের মান্থলি টিকিটের কাজকর্ম শুরু হলো। নতুন করে মান্থলি না দেওয়া হলেও মাসিক টিকিট ধারীদের অনেকেরই টিকিটের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ট্রেন বন্ধ হয়ে যাওয়ার বাকি দিনগুলির পয়সা কি হবে ভাবছিলেন। যে দিনগুলোতে ট্রেনে চড়তে পারেননি সেই দিনগুলো এক্সটেনশন করে মাসিক টিকিট দেওয়ার কাজ চলছে প্লাটফর্মে প্লাটফর্মে। পাশাপাশি যেখান সেখান থেকে স্টেশনে ওঠার জায়গাগুলো ঘিরে দেওয়া হচ্ছে লোহার রেলিং দিয়ে। হাবড়া স্টেশনে এই ছবি ধরা পড়ল।