আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: তমলুক পৌর এলাকার প্রতিটি পৌর নাগরিকের করোনা আবহে স্বাস্থ্য রেকর্ড তৈরির কাজ শুরু হয়েছে জানালেন পৌর প্রশাসক রবীন্দ্রনাথ সেন। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশে পৌর এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে প্রত্যেক নাগরিকের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নিয়ে হেলথ রেকর্ড তৈরির কাজ শুরু হয়েছে।

করোনার সংক্রমণ রুখতে স্বাস্থ্য রেকর্ড তৈরিতে আরও জোর দেওয়া হয়েছে। করোনার সংক্রমণের প্রাথমিক লক্ষণ থাকলে তৎক্ষণাৎ পৌর কর্মীরা তার করোনা পরীক্ষার ব্যবস্থা করবেন। প্রাথমিক কাজ শুরু হলেও আগামী সপ্তাহ থেকে পুরোদমে কাজ শুরু হবে। পৌর প্রশাসক আরো জানান, এই কাজ শেষ হলে আগামী দিনে প্রত্যেকটি নাগরিকের চিকিৎসার ক্ষেত্রে এই রেকর্ড অনেকটাই সুবিধা দেবে।

