খড়দহ খালের নিকাশি ব্যবস্থার কাজের সূচনা, শেষ হবে একমাসে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ ফেব্রুয়ারি:
জল জমার যন্ত্রনা থেকে মুক্তি পেতে চলেছেন খড়দহ ও পানিহাটির মানুষ। খড়দহ খালের আমূল সংস্কার করে বিটি রোডের তলা দিয়ে বিটি রোড বন্ধ না করেই আধুনিক পদ্ধতিতে ৪টি মোটা স্টিলের পাইপের মাধ্যমে খড়দহ খালের জমা জল নিষ্কাশনের কাজের সূচনা করল সেচ দপ্তর। এজন্য ৬৫ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে।

খড়দহ খাল যার দৈর্ঘ্য ৬ কি.মি। খড়দা খালের একটি অংশ বিটি রোডের নিচে দিয়ে গিয়ে গঙ্গায় পড়েছে। বর্ষাকালে জলস্তর বেড়ে গেলে বিটি রোডের উপর দিয়ে পাম্প দিয়ে খালের নোংরা জল ফেলতে হয়। এই সমস্যা সমাধানের জন্য বিটি রোডের তলা দিয়ে পাইপের মাধ্যমে এপার থেকে ওপারে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খালের জল গঙ্গায় নিয়ে যাওয়ার কাজের সূচনা হল শনিবার।

খড়দহ খালের জল নিষ্কাশনের কাজের এই অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় পানিহাটীর বিধায়ক নির্মল ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর প্রধান কাজল সিনহা। বিধায়ক নির্মল ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেচ দপ্তরের আর্থিক সহযোগিতায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে কাজের সূচনা হল। এক মাসের মধ্যে নিকাশি ব্যবস্থার কাজ শেষ হবে। আধুনিক পদ্ধতিতে নিকাশি ব্যবস্থার কাজ সম্পন্ন হলে খড়দহ ও পানিহাটি অঞ্চলের বাসিন্দাদের জমা জলের যন্ত্রনা ও দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *