সাথী দাস, পুরুলিয়া, ১৯ এপ্রিল: পানীয় জলের দাবিতে ঝালদা শহরে রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা। ঝালদা পৌরসভার ২ ও ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সমস্যায় পড়ে এই অবরোধে সামিল হন।
তাঁরা জানান, কয়েক বৎসর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। বিষয়টি বার বার পৌরসভাতে জানিয়েও লাভ হয়নি। নলকূপ থেকেও জল উঠছে না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ঝালদা থানার পুলিশ পৌঁছয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে রাস্তা অবরোধ মুক্ত করার চেষ্টা চালান।
এদিকে ব্যস্ততম ওই রাস্তার দুই দিকে অসংখ্য যান দাঁড়িয়ে থাকে। প্রচণ্ড রোদের মধ্যেও অবরোধ চলতে থাকে। রাস্তার মধ্যে ছাউনি করে অবস্থান স্থলেই চলে রান্না। প্রায় ছয় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় পুর প্রধানের আশ্বাসে। পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় বলেন, “জলের সমস্যা গোটা ঝালদা শহরেই। নল বাহিত পানীয় জল সরবরাহের দায়িত্বে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। সেই ভাবে সহযোগিতা করছে না তারা। তবে, আপাতত ওই দুটি ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো হবে।”