স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ মে: সাতসকালে পুকুরের জলে ভেসে উঠল শান্তনা পাল নামে মহিলার মৃত দেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল ইটাহার থানার ভদ্রশিলা গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
জানাগেছে, আজ সকাল এলাকার মানুষ স্থানীয় একটি পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ইটাহার থানার পুলিশকে খবর দেয়। পুলিশ পুকুরের জল থেকে দেহটি উদ্ধার করে। এলাকার মানুষ দেহটি শনাক্ত করে। মহিলার নাম শান্তনা পাল। বাড়ি ভদ্রশিলা গ্রামেই। পুলিশের প্রাথমিক অনুমান রাতে বৃষ্টি হবার কারনে পুকুরের ধার পিছল হয়ে যায়। ভোরে সেখান দিয়ে হাঁটার সময় পা পিছলে পুকুরে পড়ে যেতে পারেন। ভোরে তাকে উদ্ধারে কেউ না থাকায় জলে ঢুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারন জানতে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।ইটাহার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।