আমাদের ভারত, হুগলী, ৮ মে: চুঁচুড়ার জেলাশাসকের দপ্তরের সামনে খুন হল এক মহিলা। প্রকাশ্য দিবালোকে গলার নলি কেটে খুন করা হয় তাকে। বিবাহ বহির্ভূত
সম্পর্কের জেরেই এই খুন বলে অনুমান। আজ বেলার দিকে ছবি দে নামের ওই মহিলা তার স্বামী দীপঙ্কর দের সাথে ঘরির মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় এক যুবক তাদের ওপর হামলা চালায়। মহিলার মেয়ের কথায়, গত বেশ কিছুদিন ধরেই তারক মন্ডল নামে এক যুবকের সাথে ওই মহিলা থাকতে শুরু করেছিলেন। স্বামীর সাথেও তার ফোনে কথাবার্তা হত। আজ সম্ববত সেই ক্ষোভ থেকেই তাকে খুন করা হয় বলে পুলিশের অনুমান। ঘটনার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে তারক মন্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।