সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৪ সেপ্টেম্বর: করোনা রোগীকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য মিলল না কোনও অ্যাম্বুলেন্স। বার বার অ্যাম্বুলেন্স চালককে ফোন করলেও আসেনি অ্যাম্বুলেন্স। ফের আর একজনের প্রাণ গেল চিকিৎসার অভাবে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। মৃতের নাম মনোয়ারা বিবি (৫৫)। ফের স্বাস্থ্য পরিসেবা নিয়ে উঠছে প্রশ্ন।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের একের পর এক বেহাল দশার ছবি উঠে আসছে প্রকাশ্যে। বৃহস্পতিবার রাতে হাবড়া নতুনহাট বাজার এলাকার বাসিন্দা মনোয়ারা বিবিকে নিয়ে পরিবারের লোকজন রাত একটা নাগাদ হাবড়া হাসপাতলে আসে। রোগীর জ্বর ও শ্বাসকষ্ট থাকায় চিকিৎসকের সন্দেহ হলে করোনা টেস্ট করা হয় রোগীর এবং রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে রোগীকে বারাসত করোনা হাসপাতালে রেফার করা হয়। পরিবারের লোকজন স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোলরুমে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স জোগাড় করার চেষ্টা করে। কয়েক ঘন্টা কেটে গেলেও অ্যাম্বুলেন্স আসে না। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে ওই মাঝ বয়সী মহিলার। ফের অ্যাম্বুলেন্সের কন্ট্রোল নম্বরে ফোন করা হয় কিন্তু ফোন তোলে না কেউ। রাত সাড়ে তিনটে নাগাদ ওই মাঝ বয়সী মহিলার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, সময়মতো অ্যাম্বুলেন্স পেলে হয়ত তার মাকে বাঁচানো যেত। স্বাস্থ্য দপ্তরের চরম গাফিলতির জন্যই তার মায়ের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করলেন ছেলে। ভোর চারটেয় মৃত্যু হলেও দুপুর বারোটা পর্যন্ত হাসপাতালের বাইরে পড়ে রইল করোনা আক্রান্ত মৃতদেহ।
হাসপাতাল সুপার শঙ্করলাল ঘোষ বলেন, রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। করোনা টেস্ট করা হয় রিপোর্ট পজিটিভ আসে এবং চিকিৎসকরা রেফার করে দেয়।

