প্রকাশ্য দিবালোকে রায়গঞ্জে চুরি গেল আস্ত টোটো, মাথায় হাত প্রতিবন্ধী চালক মোহন পাল সিংয়ের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ মার্চ: পরিবারের লোকজনকে চিকিৎসা করাতে নিয়ে এসে দিনে দুপুরে টোটো চুরি হয়ে গেল এক ব্যক্তির। হতদরিদ্র পরিবারের একমাত্র আয়ের সম্বল টোটো চুরি হয়ে যাওয়ায় চরম বিপদে পড়েছেন রায়গঞ্জের দক্ষিণ ভবানিপুর এলাকার বাসিন্দা মোহন পাল সিং। প্রকাশ্য দিবালোকে জনবহুল রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ডাঃ সুবোধ বিশ্বাসের চেম্বারের সামনে থেকে টোটো চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রেজিষ্ট্রেশন ও নম্বর বিহীন টোটো হারিয়ে যাওয়ায় রায়গঞ্জ থানার পুলিশও অভিযোগ জমা নিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করতে পারছেন না। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাদের চুরি যাওয়া টোটো উদ্ধারের আবেদন করেছেন মোহন পাল সিং ও তাঁর পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর নাগাদ রায়গঞ্জের দক্ষিণ ভবানিপুর গ্রাম থেকে মেয়ে মিতা এবং আরও দুজনকে সাথে নিয়ে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ডাঃ সুবোধ বিশ্বাসের কাছে চিকিৎসার জন্য নিজের টোটো নিয়েই এসেছিলেন প্রতিবন্ধী ব্যক্তি মোহন পাল সিং। রাস্তায় টোটো রেখে তাঁরা চিকিৎসকের চেম্বারের ভেতরে যান। ঘন্টা খানেক পরে চিকিৎসকের চেম্বার থেকে বাইরে বেড়িয়ে এসে মোহন পাল সিং দেখেন তাঁর টোটোটি নেই। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় চুরি হয়ে যায় তাঁর টোটো। অসহায়ভাবে বাকরুদ্ধ হয়ে রাস্তাতেই বসে পড়েন প্রতিবন্ধী প্রবীন টোটো চালক মোহন পাল সিং। পরিবার প্রতিপালনের একমাত্র সহায় সম্বল বলতে ওই টোটো। সেটা চুরি হয়ে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তাদের। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছে কাতর আর্তি মোহনবাবুর, উদ্ধার করে দেওয়া হোক তাদের অন্ন সংস্থানের একমাত্র অবলম্বন টোটোটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *