হাত দিয়ে টানতেই উঠে আসছে আস্ত রাস্তা! চোখ কপালে উঠল কুমারগঞ্জের বাসিন্দাদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ ফেব্রুয়ারি: “উন্নয়ন যেন রাস্তায় দাঁড়িয়ে,” সাধারণ মানুষের মুখে প্রচলিত এই কথাটি যেন মিলিয়ে দিচ্ছে কুমারগঞ্জ ব্লক। হাত দিয়ে টানতেই উঠে আসছে আস্ত রাস্তা। যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় স্থানীয় বাসিন্দাদের। চাঞ্চল্যকর এমন ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের আঙিনা বোরোইট এলাকার। ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। প্রতিবাদ আন্দোলনে সামিল হতে দেখা যায় পথ চলতি মানুষ থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও। যে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কুমারগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। অবশেষে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

জানা যায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত কুমারগঞ্জ ব্লকের ডাঙারহাট থেকে মোল্লাদিঘি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছিল। রাস্তা নির্মাণ সম্পূর্ণ হবার পর এদিন সকাল থেকে বাসিন্দারা দেখতে পান আস্ত রাস্তা হাত দিয়ে টানতেই উঠে আসছে। যা দেখেই যেন চোখ কপালে ওঠে বাসিন্দাদের। এরপরেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। রাস্তার কাজ বন্ধ করে দিয়ে পথ অবরোধে নামেন সকলে। যে আন্দোলনে সামিল হন এলাকার মানুষজন ছাড়াও পথ চলতি সাধারণ মানুষ এবং শিক্ষক-শিক্ষিকারা। তাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় এই রাস্তা হাত দিয়ে টানতেই উঠে আসছে। যে ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতেই কুমারগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও নিম্নমানের তত্ত্ব অস্বীকার করেছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।

স্থানীয় বাসিন্দা তাসাদ রহমান মন্ডল ও অরিন্দম চন্দরা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। প্রশাসনের উদ্যোগে তার মেরামতির কাজ শুরু হলেও অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন কাজে নিযুক্ত ঠিকাদার। যার কারণে হাত দিয়ে টানতেই উঠে আসছে রাস্তার পিচের চাদর। এই ঘটনার তারা প্রতিবাদ জানিয়েছেন।

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা বলেন, নিম্নমানের কাজের অভিযোগ সঠিক নয়। বর্তমানে যে পদ্ধতিতে রাস্তা তৈরি হচ্ছে তা এই পরিস্থিতির জন্য দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *