স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ মার্চ: ভোট-পরবর্তী হিংসার শিকার এক পরিবার। তৃণমূলকে ভোট দেওয়ায় মার খেতে হল গোটা পরিবারকে, যার মধ্যে রয়েছে ৩ শিশু। থানার দ্বারস্থ হয়েছে গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে শান্তিপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বাসিন্দা আজমিরা বিবির অভিযোগ, তার পরিবার তৃণমূলকে ভোট দিয়েছিলেন। গতকাল নির্দল আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎ তার বাড়িতে চড়াও হয়। এরপর বেধড়ক মারধর শুরু করে।

অভিযোগকারী আজমিরা বিবি জানান, বাড়ির আট সদস্যকে বেধড়ক মারধর করে। যার মধ্যে ৩ শিশুও রয়েছে। প্রত্যেকেই গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে যায় চিকিৎসার জন্য। এরপর গোটা পরিবার দ্বারস্থ হয় শান্তিপুর থানার। একটি লিখিত অভিযোগও দায়ের করে। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

