Agnimitra Paul, সারা দেশ দেখবে, বিশ্ব দেখবে জোটের কত দম আছে, মন্তব্য অগ্নিমিত্রার

আমাদের ভারত, ২৪ জানুয়ারি: বিরোধী জোটের কার্যকারিতার ওপর বিন্দুমাত্র গুরুত্ব দিতে চান না বিজেপি-র সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। জোটের কত দম আছে, সারা দেশ, সারা বিশ্ব তা সবাই দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার তিনি প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, “বুঝতেই পারছেন, আইএনডিআই জোট মানুষের মনে কী অবস্থায় আছে। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ৩১ ডিসেম্বরের মধ্যে জোটের আসন ভাগাভাগি হয়ে যাবে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেই দিলেন কারও সঙ্গে আসন ভাগাভাগি করবেন না, তাহলে কিসের জোট? উনি পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি না করলে সর্বভারতীয় জোটে থাকবেন কীভাবে? দেশের অন্য রাজ্যে তো তৃণমূল নেই!”

অগ্নিমিত্রা বলেন, “এই তো আইএনডিআই জোটের অবস্থা! একজন এদিকে যাচ্ছে তো আর একজন ওদিকে। রাহুল গান্ধীর যাত্রা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ঢুকবে। সেটা নিয়েও মমতা বলেছেন ওনাকে জানানো হয়নি। আপনি আসন ভাগাভাগি করবেন না, আপনি কাউকে জায়গা দেবেন না, অথচ আপনি আশা করবেন আপনাকে আমন্ত্রণ করা হবে।”

অগ্নিমিত্রা বলেন, “গুয়াহাটিতে রাহুল গান্ধীর যাত্রায় তো টিএমসি, সিপিএম ছিল। সুতারাং এদের নীতি একদিকে, কাজ আর একদিকে। টেবিলের নিচে সবাই এক। জোটের আসন ভাগাভাগিতে আমাদের তরফে তো কোনও অসুবিধা নেই! আসন ভাগাভাগি করে আপনারা মোদীজির বিরুদ্ধে লড়ুন। সারা দেশ দেখবে, বিশ্ব দেখবে আপনাদের কত দম আছে!”

মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কি জোট দুর্বল হয়ে পড়তে পারে? প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা বলেন, “জোট হল কী হল না, আসন ভাগাভাগি ঠিকঠাক হল কী হল না, আইএনডিআই জোট বিশালভাবে একত্রিত হল— এগুলো আমাদের কাছে কোনও বিষয় নয়। আমরা বরং চাই জোট একবার ঠিকঠাক বিজেপি-র বিরুদ্ধে, মোদীজির বিরুদ্ধে লড়ুক। আমরা দেখব, ভারতবর্ষের মানুষ দেখুক, বাংলার মানুষ দেখুক আইএনডিআই জোটের কত দম আছে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *