সরকার যেভাবে বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে তা বন্ধ হওয়া উচিত: দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ মার্চ: সরকার যেভাবে বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে তা বন্ধ হওয়া উচিত। একথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কৌস্তভ বাগচিকে গ্রেফতারের প্রসঙ্গে আজ মেদিনীপুরে একথা বলেন তিনি।

কৌস্তভ বাগচির জানিন পাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, জামিন তো পাবেই, যে কোনও লোককে তুলে নিয়ে এসে জেলে ভরে দেওয়া, কাস্টডিতে রেখে দেওয়া সরকারের অধিকার নেই। কারণে বিনা কারণে যাকে-তাকে হয়রান করা, একজন এমএলএ (নৌশাদ সিদ্দিকি) কে চল্লিশ দিন ধরে আটকে রেখেছেন। কোর্টের কাছে উত্তর দিতে পারেননি কেন তুলে নিয়ে আসা হয়েছে। কারো মুখ বন্ধ করার জন্য যদি আইনকে এভাবে ব্যবহার করা হয় তাহলে পরিণাম এরকমই হবে। আমি চাইবো সরকার যেভাবে চাইছে বিরোধীদের মুখ বন্ধ করতে, এটা বন্ধ হওয়া উচিত। তারফলে সরকারকে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছে কোর্টের সামনে।

আজ সন্ধ্যায় মেদিনীপুর শহরে কেরানিতলা এলাকায় মহিলাদের পরিচালিত উৎকর্ষিনী স্বেচ্ছাসেবী সংস্থার আগামী দোল উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন দিলীপ ঘোষ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে রং ও পিচকারী তুলে দেন। মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন মেদিনীপুর বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত সহ মহিলা মোর্চার কর্মীরা। পাশাপাশি মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে মাড়োয়ারী সম্প্রদায়ের শ্যাম মহোৎসবের ৫০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান চলছে সেখানেও যান সাংসদ দিলীপ ঘোষ। শ্যামসংঘ ভবনে হাজির হয়ে ভারতের সনাতন ধর্মের বর্ননা করেছেন। এই সনাতন ধর্মকে ধরে রাখতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *