পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: বিভিন্ন সময়ে দেখা গিয়েছে দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডি অভিযুক্তদের আটক অথবা গ্রেফতার করলেও কোনো সাজা হচ্ছে না, এই প্রশ্নই এখন উঠেছে নানান মহলে। সেই বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরের বোগদা এলাকায় প্রাতঃভ্রমণ এবং চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিবিআই যেভাবে সক্রিয় হয়েছিল সিবিআই- এর কাছে যথেষ্ট ক্ষমতা নেই এই কাজগুলো করার। আমার মনে হচ্ছে তার জন্যই ইডিকে লাগানো হয়েছে। ইডি যে কেসগুলোয় হাত দিচ্ছে তার রেজাল্ট আসছে, তাদের কাছে লোকবল এবং আইনি শক্তি দুটোই রয়েছে। ইডি যেভাবে সক্রিয় হয়েছে এবার সত্যি সত্যি দুর্নীতির উপর শিকল লাগানো সম্ভব হবে।
অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার ৭২ হাজার উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার পাবে। সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন এলেই এগুলো মনে পড়ে। বেকাররা চাকরি পাচ্ছে না, এবং যারা চাকরি পেয়েও চাকরি হারা হয়ে গেছে তাদের কী হবে? লক্ষ্মীর ভান্ডার দিয়ে কী হবে। অন্যদিকে চাকরি-হারাদের আন্দোলন নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যার সমাধান যদি না করেন, তাদের সঙ্গে যদি না দেখা করেন, তাহলে তো তারা আন্দোলন চালিয়েই যাবে।