আমাদের ভারত, মালদা, ২৫ আগস্ট: বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদীর জল। জল ঢুকে পড়েছে মানিকচকের অসংরক্ষিত এলাকায়। রামনগর, জোতপাট্টা সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে আরম্ভ করেছে। ডোমহাটের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জোতপাট্টা রামনগরের যোগাযোগ। গ্রামের রাস্তার ওপর দিয়ে জলের স্রোত।
গঙ্গার জলে প্লাবিত মালদার মানিকচকের রামনগর এলাকা। বেশকিছু গ্রামে জল ঢুকে পড়ায় জলবন্দি হয়েছে কয়েক হাজার মানুষ। তারা কোনো রকমে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে। এখন অব্দি প্রশাসনিক মহল থেকে তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।
দ্রুত সেখানকার মানুষকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া হবে বলে দাবি করেছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।
সেচ দপ্তর ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।