জলস্তর বাড়ছে ডুলুং নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন জামবনির সাথে চিলকিগড় হাসপাতালের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ জুন: টানা বৃষ্টিতে জল বাড়লো ডুলুং নদীতে। প্রতিবারের মতো এবারও ঝাড়গ্রাম জামবনি একদিকে বিচ্ছিন্ন হয়ে গেল। ব্রিজের দাবি করে ক্লান্ত মানুষকে প্রতিবারই এভাবেই দুর্ভোগের শিকার হতে হয়। আশ্বাস থাকলেও আজ পর্যন্ত ব্রিজ না হওয়ায় চরম অসুবিধায় সাধারণ মানুষ।

প্রতিবারের মতো এবারও ভোগান্তির শিকার এলাকার মানুষের। জামবনি থেকে এখন চিল্কিগড় হাসপাতালে কোনও রোগীকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আনতে হবে প্রায় ১৪ কিমি দূরে ঝাড়গ্রামে। আবার গিধনি এলাকায় কেউ গুরুতর অসুস্থ হলে তাকে ঘুর পথে প্রায় ২০কিমি রাস্তা অতিক্রম করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটিতে আনতে হবে। যতদিন না জল কমে ততদিন চরম সমস্যায় কাটাতে হবে এলাকাবাসীকে।

জামবনি ব্লককে ডুলুং নদী দুভাগে ভাগ করেছে। ফলে শুধু স্বাস্থ্য নয় প্রশাসনিক কাজেও চরম সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। একদিকের মানুষের প্রয়জন থাকলেও বিডিও বা পঞ্চায়েত অফিসে আসতে পারবে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এখনও আরও দু দিন বৃষ্টি চলবে ফলে আরও বাড়বে মানুষের দুর্ভোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *