শিশির অধিকারীর মাধ্যমে শুভেন্দুকে সতর্ক বার্তা দলের, না শোধরালে কড়া ব্যবস্থার ইঙ্গিত

রাজেন রায়, কলকাতা, ১৩ নভেম্বর: বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর বিভিন্ন জনসভায় বক্তৃতা এবং আচরণ নজর এড়ায়নি শাসকদলের। দল পুনর্গঠন এর সময় শুভেন্দু অধিকারীর ক্ষমতা হ্রাস পাওয়ার পর থেকে আচরণ বদলাতে শুরু করেছে ওই তৃণমূল নেতার, এমন কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে। তাই এবার তার বাবা শিশির অধিকারীর মাধ্যমে শুভেন্দুকে সতর্কবার্তা পাঠাল তৃণমূল। যদিও এ নিয়ে শিশিরবাবুর বক্তব্য, শুভেন্দুর অবস্থান তার নিজস্ব ব্যক্তিগত অবস্থান। দল চাইলে তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারে। এর সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই।

একের পর এক অরাজনৈতিক সভা করে বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু। তাতে প্রবল অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেস। দলের শৃঙ্খলার উপরে কেউ নয়। কোনও শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না। শুভেন্দুকে কড়া বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর রাজনৈতিক কাজের উপর নজর রাখছে দল। না শোধরালে দল কড়া ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর বৃহস্পতিবার রাতে শুভেন্দুর কাঁথির বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। সেখানেই শিশিরবাবু সঙ্গে আলোচনার সময় শুভেন্দুর বিষয়টি উত্থাপন হয়েছে বলে সূত্রের খবর। যদিও শিশিরবাবু দাবি, তার সঙ্গে প্রশান্ত কিশোরের শুভেন্দুকে বিষয়ে কোনো কথা হয়নি। অকারণে রাজনৈতিক উত্তাপ বাড়াতে এ ধরনের ভুল রটনা করা হচ্ছে। শুভেন্দু দল বিরোধী কোনও কাজ করলে দল তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে পরিবারকে টেনে আনার কোনও প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *