সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ ফেব্রুয়ারি: লরির ধাক্কায় বিদ্যুৎ প্রকল্পের প্রাচীর ভেঙ্গে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে মেজিয়ায়। দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মেরে লরিটিকে বিদ্যুৎ প্রকল্পের পাঁচিল ভেঙ্গে ভিতরে ঢুকিয়ে দেয় দ্রুতগতিতে আসা একটি ডাম্পার। ভয়াবহ এই দুর্ঘটনায় অল্পের জন্য ডাম্পারের চালক ও খালাসি প্রাণে বাঁচলেও এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ভোরে গঙ্গাজলঘাঁটি থানার ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকার লাগাপাড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানাগেছে, বিদ্যুৎ প্রকল্পের ছাই পরিবহনের সঙ্গে যুক্ত ডাম্পারটি রাতে ছাই খালি করে ভোরে বড়জোড়া- দুর্লভপুর শিল্প করিডোর দিয়ে ফিরছিল। একটি ৬ চাকার লরি লাগাপাড়ার কাছে ফুটপাথে দাঁড়িয়েছিল। ভোরের দিকে কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে বিদ্যুৎ প্রকল্পের প্রায় ৩০ ফুট পাঁচিল ভেঙ্গে পড়ায় আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রকল্পের বাসিন্দা তথা বিদ্যুৎ কেন্দ্রের কর্মী সমীর বাইন, অরিন্দম ব্যানার্জি, সুদীপ দত্ত, অসীম মন্ডলরা বলেন, গত ১ মাসে কলোনীর বেশ কয়েকটি আবাসনে দফায় দফায় চুরির ঘটনা ঘটেছে। এখন ওই এলাকাটি অসুরক্ষিত হয়ে পড়ায় দুষ্কৃতিরা অনায়াসে আবাসনে ঢুকে পড়তে পারবে। ডিভিসির সংশ্লিষ্ট আধিকারিকরা দফায় দফায় ওই এলাকাটি পরিদর্শন করে নজরে রাখছেন। এলাকাটিতে ২৪ ঘন্টার জন্য প্রহরা বসিয়েছেন বলে জানান বিদ্যুৎ প্রকল্পের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার সুশান্ত ষন্নিগ্রাহী।