প্রতীক্ষার অবসান, রেজাল্ট বেরোল সিবিএসই-র দ্বাদশের

আমাদের ভারত, ২২ জুলাই: অবশেষে প্রতীক্ষার অবসান। শুক্রবার সকালে সিবিএসই-র তরফে ঘোষণা করা হল দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। এই ফলাফলে, ৯২.৭১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। বোর্ড সিবিএসই টার্ম ১ এবং সিবিএসই টার্ম ২ ফলাফল কে ৩০:৭০ অনুপাতে গুরুত্ব দিয়েছে।

সিবিএসই -এ দ্বাদশের রেজাল্ট ওয়েবসাইটে পাওয়া যাবে না। সিবিএসই অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ফলাফল শুধুমাত্র স্কুলে অথবা ‘উমঙ্গ’ অ্যাপের মাধ্যমে অথবা ডিজিলকারে পাওয়া যাবে। এই বছর, সিবিএসই তার অফিসিয়াল ওয়েবসাইটে কোনও ফলাফল প্রকাশ করেনি।  

একই সঙ্গে জানানো হয়েছে, সিবিএস-র দশমের ফলাফল জানা যাবে আজ। দুপুর ২টোয় প্রকাশিত হবে। বোর্ডের পক্ষ থেকে জানানো যে দশম শ্রেণির পরীক্ষার ফলাফল দুপুর ২টোয় দেখা যাবে ‘উমঙ্গ’ অ্যাপ এবং ডিজিলকারে।

সদ্য প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফলে ত্রিবান্দ্রম অঞ্চলের ফলাফল সবথেকে ভালো। ৯৮.৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এখানে। এবারের ফলাফলে বোর্ডের সার্বিক পাসের হার ৯২.৭১ শতাংশ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন:

সিবিএসই-র সফল পড়ুয়াদের অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “আমাদের কৃতকার্য ছাত্র এবং সিবিএসই পরীক্ষার স্থানাধিকারীদের অভিনন্দন! অভিভাবক, শিক্ষক, বিদ্যালয়কে ধন্যবাদ। যারা প্রত্যাশার নিচে পার করেছে তাদের অবশ্যই ভবিষ্যতে আরও ভালো লড়াই করার সংকল্প নিতে হবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *