পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারি: শান্তিপূর্ণ ভাবেই ২২ নম্বর ওয়ার্ডে ভোট সম্পন্ন হয়েছে, নিজের ভোট দিয়ে বললেন সুকান্ত মজুমদার। রবিবার বিকেলে বালুরঘাটের খাদিমপুর এলাকায় ২২ নম্বর ওয়ার্ডের ৬৯ নম্বর বুথে নিজের ভোট দিতে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

ভোট দিয়ে বেরিয়েই তিনি বলেন, শহরের অনান্য ওয়ার্ডে ছাপ্পা ভোট সহ বেশকিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও ২২ নম্বর ওয়ার্ডে মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোট। ভোট বাক্সে জনগণ রায় দিয়েছে, ফলাফল যেটাই হবে তাই মেনে নেবেন।

