অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ জুন: করোনা অতিমারির এই পরিস্থিতিতে মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে রোগীকে সাহায্যের জন্য গড়ে উঠেছে ‘কোভিড কেয়ার ঝাড়গ্ৰাম’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের কর্মীরা প্রতিনিয়ত করোনা সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায়। পাশাপাশি শুক্রবার সংগঠনের গোপীবল্লভপুর শাখার পক্ষ থেকে করোনা চিকিৎসার প্রয়োজনে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেওয়া হল কিছু করোনা চিকিৎসার প্রয়োজনীয় ওষুধপত্র।
এদিন কোভিড কেয়ার ঝাড়গ্ৰামের পক্ষ থেকে সদস্য রাজকুমার মাহাত গোপীবল্লভপুর ১নং ব্লকের স্বাস্থ্য আধিকারিক গৌতম সিংয়ের হাতে ডক্সোফাইলিন, মাল্টিভিটামিন, জিঙ্কের মতো প্রয়োজনীয় ওষুধ তুলে দেন এবং ধর্মপুর গ্রামে গোপীবল্লভপুর হাসপাতালের আয়োজন করা একটি করোনা পরীক্ষা কেন্দ্রে সহায়তার হাত বাড়িয়ে দেন।কোভিড কেয়ার ঝাড়গ্ৰাম সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক গৌতম সিং।

