বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন এবং অত্যাচারের প্রতিবাদে কলকাতা চলোর ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ

আমাদের ভারত কলকাতা ১৮ অক্টোবর: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার কলকাতায় বড়সড় জমায়েতের ডাক দিলো বিশ্ব হিন্দু পরিষদ। শহরের তিন দিক থেকে তিনটি মিছিল করা হবে। সেই মিছিল গিয়ে মিলবে ধর্মতলায় রানী রাসমণি রোডে। সেখানে হবে প্রতিবাদে সভা।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে এর আগেই শ্যামবাজারে বিক্ষোভ-সমাবেশ করেছিল বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দল। এছাড়াও হিন্দু জাগরণ মঞ্চ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল থেকে বিজেপি রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে। আজও তাদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা হচ্ছে। এরইমধ্যে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতায় বড়সড় জমায়েতের ডাক দিল।

আরও পড়ুন

ইদে কটা মসজিদে হামলা হয়েছে? পরমব্রতকে পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

প্রতিবাদ সভার আগে কলকাতার তিনটি এলাকা থেকে তিনটি মিছিল হবে বলে বিশ্ব হিন্দু পরিষদের প্রচার প্রমূখ সৌরিশ মুখার্জি জানিয়েছেন। হাওড়া, হুগলি, বর্ধমান এবং পশ্চিম কলকাতা থেকে যারা এই সমাবেশে যোগ দেবেন তাদের তারাসুন্দরী পার্কে জড়ো হতে বলা হয়েছে। দক্ষিণ কলকাতা থেকে যারা সমাবেশে আসবেন তারা জড়ো হবেন এলগিন রোডে। এছাড়া তৃতীয় জমায়েত হবে কলেজ স্কোয়ারে। সেখানে উত্তর ২৪ পরগনা এবং উত্তর পূর্ব কলকাতার বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা জড়ো হবেন। এই তিনটি জায়গা থেকে মিছিল পৌঁছবে ধর্মতলার রানী রাসমণি রোডে।

জানা গেছে, প্রতিবাদসভা শেষে একটি দল মিছিল করে পার্ক সার্কাসে বাংলাদেশ হাই কমিশন অফিসে গিয়ে ডেপুটেশন দেবে, অন্য একটি দল রাজভবনে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *