আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ আগস্ট:
অবৈধ গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা ছিনিয়ে নিল জনতা। আর সেই গাঁজা নিয়ে হুড়োহুড়ি পড়ে গেল খোলা বাজারে। উদ্ধার হওয়া গাঁজায় আগুন ধরিয়ে দিল বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার বেড়াচাপা বাজারে।
এই এলাকায় দীর্ঘ দিন ধরে গাঁজার রমরমা ব্যবসা চালাচ্ছিল পাচারকারীরা। এলাকার যুবক থেকে সাধারণ মানুষ এই গাঁজার নেশাই আশক্ত হয়ে পড়ছিল। বারবার গাঁজা ব্যবসায়ীদের বারণ করা সত্বেও গাঁজার ব্যবসা তারা রমরমিয়ে চালিয়ে যাচ্ছিল। এদিন সকাল ১১টা নাগাদ দুই গাঁজা ব্যবসায়ী প্রায় ১০০ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় ওই এলাকার মানুষের নজরে পড়ে। তাদের তাড়া করে গাঁজ ছিনিয়ে নেয় বেড়াচাপা চত্বরের কিছু যুবক। এরপর বস্তা ধরে টানা হিঁচড়া করতে গিয়ে খোলা বাজারে রাস্তার উপর ছড়িয়ে যায় গাঁজা। আর সেই গাঁজা নিতেই হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ পুলিশের সামনেই বেশ কিছু গাঁজায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ কিছু গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক করা হয় এক গাঁজা ব্যবসায়ীকে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, ঢিল ছোড়া দূরত্বে থানা। কি করে অবৈধ গাঁজা ব্যবসায়ীরা এলাকায় গাঁজা ব্যবসা করছে। পুলিশ এই গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তোলে আর সেই কারণে গাঁজা ব্যবসার রমরমা। এমনটাই অভিযোগ সাধারণ মানুষের।


