পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা- ১ ব্লকের ৬- এর ২ মনোহরপুর অঞ্চলের হলাঘাট গ্ৰামে দীর্ঘ দিন ধরে বাঁশের সাঁকো রয়েছে। বন্যার সময় প্রতি বছর ঐ বাঁশের সাঁকো ভেঙ্গে যায়। পঁচিশ থেকে ত্রিরিশটি গ্ৰামের একমাত্র যোগাযোগের মাধ্যম ঐ বাঁশের সাঁকো। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে কংক্রিট ব্রিজের কাজ। আর সেই ব্রিজের কাজে গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় মানুষজন বিক্ষোভ শুরু করেন।
গ্ৰামবাসীদের অভিযোগ, ব্রিজের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সরঞ্জাম এবং তার সঙ্গে ব্রিজের কাজের গাফিলতিরও অভিযোগ করেন। ব্রিজের কাজে ভালো সরঞ্জাম ব্যবহার সহ ভালো ভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান এলাকাবাসীরা।
এই বিষয়ে ঠিকাদারি সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রশ্ন করলে তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে। তারা অবশ্যই বিষয়টি বিবেচনা করে খতিয়ে দেখবেন।