স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের কাশিমপুর থেকে শীতগ্রাম পর্যন্ত চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না বর্ষায় কাদায় ভর্তি ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে। বেহাল এই রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা। জুলাই মাসেও রাস্তা সারাইয়ের দাবিতে শীতগ্রাম গ্রামপঞ্চায়েত অফিস তালাবন্ধ করে আন্দোলন করেছিলেন গ্রামের বাসিন্দারা। সেই সময় পঞ্চায়েতের পক্ষ থেকে শীঘ্রই রাস্তা নির্মানের প্রতিশ্রুতি দিলে আন্দোলন তুলে নিয়েছিলেন গ্রামের বাসিন্দারা।
কিন্তু প্রায় একমাস কেটে যাওয়ার পরও রাস্তা সংস্কার না হওয়ায় বৃহস্পতিবার শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের ক্ষুদ্ধ বাসিন্দারা শীতগ্রাম গ্রামপঞ্চায়েত অফিস ঘিরে ফেলে। এরপর পঞ্চায়েত অফিসের লোকজনদের বের করে ব্যাপক ভাঙ্গচুর চালায় পঞ্চায়েত অফিসে। অফিস চত্বরেই আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জের শীতগ্রাম গ্রামপঞ্চায়েত অফিস। ভেঙ্গে ফেলা হয় অফিসের চেয়ার টেবিল সহ আসবাবপত্র। নষ্ট করা হয় অনেক গুরুত্বপূর্ণ নথিও।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনে।