চিতাবাঘের আতঙ্কে রাতের ঘুম চলে জলপাইগুড়ি সদর ব্লকের গ্রামবাসীদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ নভেম্বর: চিতাবাঘের আতঙ্কে রাতের ঘুম চলে গেছে গ্রামবাসীর। কয়েক দিন ধরে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর কুচুয়া বোয়ালমারি গ্রামের কান্দিপাড়া তিন নম্বর তিস্তা স্পার এলাকায়।

ইতিমধ্যে গ্রামের একটি গর্ভবতী ছাগল খেয়ে ফেলেছে চিতাবাঘ, বলে দাবি গ্রামবাসীর। চিতাবাঘ স্বচক্ষে দেখেছেন এলাকার অনেকেই। বিষয়টি বনদফতরকে জানানো হলে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা। তাঁরা পায়ের ছাপ দেখে নিশ্চিত হয়েছেন চিতাবাঘের অস্তিত্ব সম্পর্কে। কিভাবে চিতাবাঘকে বন্দি করা যায় সে বিষয়ে এলাকাবাসীদের সাথে আলোচনা করছেন বনদফতরের কর্মীরা। এরপরেই এলাকায় খাঁচা বসানোর সিদ্ধান্ত নিচ্ছেন বনদফতর।

এলাকার বাসিন্দা রঞ্জিত সরকার বলেন, অনেকে বাঘটিকে দেখেছেন এবং রাতে বাঘের ডাক শোনা যায়। আরও এক বাসিন্দা দক্ষনাথ রায় বলেন, “বিষয়টি বনদপ্তরকে জানানো হলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছন। চিতা বাঘটিকে ধরার জন্য ছাগলে টোপ দিয়ে এলাকায় একটি খাঁচা বসানো হয়েছে।”

গ্রাম পঞ্চায়েতের সদস্যা কাঞ্চন সরকার ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, “আতঙ্কে আছেন গ্রামবাসী। বনদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। বাঘ ধরা পড়লেই আতঙ্ক কাটবে।”

গরুমারা বনবিভাগের ডিএফও অংশু যাদব বলেন, “এলাকায় খাঁচা পাতা হয়েছে। বনকর্মীরা নজরদারি করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *