সাথী দাস, পুরুলিয়া, ১১ নভেম্বর: দুর্নীতির অভিযোগে ঝালদা ১ ব্লকের হেঁসাহাতু গ্রাম পঞ্চায়েত প্রধানসহ কয়েক জনকে রাতভর তালা বন্ধ করে রাখলেন গ্রামবাসী। রাতে পুলিশ গেলেও তাঁদের মুক্ত করতে পারেনি।
মাত্র কয়েকজন নিয়ে রাতে কেন কাজ করবে? এই অভিযোগে স্থানীয় মানুষ রাতভর তালা বন্ধ করে রাখেন প্রধানসহ নির্মাণ সহায়কে। স্থানীয় বাসিন্দা সৌমেন মাহাতো ও শ্রীমন্ত মাহাতোরা জানান, “রাত এগারটা নাগাদ দেখছি পঞ্চায়েতে আলো জ্বলছে। কথাবার্তা শোনা যাচ্ছে। কাছে গিয়ে দেখি প্রধান তেজনাথ মাহাত, নির্মান সহায়ক রবি মাহাত সহ কয়েকজন রয়েছেন ভিতরে। মদের বোতল রয়েছে। গ্রামের দু চার জনকে খবর দিই। কেন এত রাতে পঞ্চায়েত খোলা রয়েছে তার সদুত্তর প্রধান না দিতে পারায় আমরা তালা বন্ধ করে দিই। রাতভর পাহারা দিয়ে রেখেছিলাম যাতে কোনও ভাবে পালিয়ে না যায়।” গ্রামবাসীর একাংশের অভিযোগ, “কোনও না কোনও দুর্নীতি করার উদ্দেশ্য নিয়েই এভাবে রাতের অন্ধকারে কাজ করছেন প্রধান।”
এদিকে প্রধান তেজনাথ মাহাত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “কয়েকটি প্রকল্পের কাজ জিও ট্যাগিং করার আগে কিছু কাজ থাকে। দিনের বেলা সার্ভার না থাকায় সমস্যা হচ্ছিল। তাই ব্লকে জানিয়ে আমরা কাজ শুরু করেছি। রাতে কয়েক জন মদ্যপ অবস্থায় এসে ঝামেলা শুরু করেন। কোনঈ ভাবেই বুঝতে চান না যে আমরা প্রশাসনকে জানিয়ে কাজ করছি। ঘটনার কথা বিডিও সাহেবকে জানিয়েছি।”
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু গ্রামবাসীদের বাধায় তাদের উদ্ধার করতে তালা খুলতে পারেনি। পরে সকালে বিডিও এবং পুলিশ পঞ্চায়েতে পৌঁছ্য এবং গ্রামবাসীকে বুঝিয়ে তালা খুলে প্রধান সহ সকলকে মুক্ত করেন।