নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৬ নভেম্বর:
মনীশ শুক্লার খুনিদের শাস্তির দাবিতে অমিত শাহর দ্বারস্থ হলেন তাঁর বাবা। শুক্রবার নিউটাউনের হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মনীশ শুক্লার বাবা। প্রসঙ্গত, বিজেপি নেতা মনীশ শুক্লা পুজোর আগে খুন হয়েছিলেন। যানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়। বিজেপি নেতা খুনের জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছিলেন রাজ্য বিজেপির নেতারা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ সহ বিজেপির রাজ্য নেতৃত্ব সিবিআই তদন্তের দাবি করেন। সিবিআই তদন্তের দাবি নিয়ে ইতিমধ্যে মনীশ শুক্লার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারাধীন।
তার মধ্যেই অবশ্য মনীশ শুক্লার পরিবার এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মনীশ শুক্লার খুনের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করে সিবিআই তদন্তের দাবি করেন মৃতের বাবা। অমিত শাহের সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের জানান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছি। অমিত শাহ আমার কথা মন দিয়েই শুনেছেন। বিষয়টি তিনি দেখবেন বলেও আমায় আশ্বস্ত করেছেন।