রাজনীতির বলি গ্রামীণ কর্মীদের পাশে জয় কিষান আন্দোলন

আমাদের ভারত, ১৭ মার্চ: ১০০ দিনের কাজের শ্রমিক-সুপারভাইজারদের নায্য অধিকার দেওয়ার দাবিতে বৃহস্পতিবার তাঁদের হয়ে স্থানীয় প্রশাসনের কাছে দরবার করে ‘জয় কিষান আন্দোলন’।

সংগঠনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকে রাজ্যের শাসক দল সঞ্চালিত পঞ্চায়েতের চক্ষুশূল ১০০ দিনের কাজের শ্রমিক-সুপারভাইজারদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদে ইতিপূর্বে জয় কিষান আন্দোলন বিডিও -কে আবেদন জানায় এবং তিনি এই কর্মীদের কাজ দেওয়ার আদেশ দেন। তা সত্ত্বেও এই কর্মীরা প্রশিক্ষণ, কাজ এবং বকেয়া টাকা পাচ্ছেন না। বারবার পঞ্চায়েত কে চিঠি দেওয়া সত্ত্বেও উত্তর আসছে যে “দল” ঠিক করেছে এই গরীব মানুষরা কাজ পাবে না।

আজ সেইসব কর্মীদের নিয়ে জয় কিষান আন্দোলন বিডিও কে আবার আইনমাফিক আবেদন জানায়। আশা করা যাচ্ছে বিডিও এবার কড়া হাতে ব্যাপারটা সমাধান করবেন। সমাধান যদি না হয় তাহলে জেলাশাসক এবং প্রয়োজন হলে ওমবাডসম্যানকে নালিশ জানানো হবে। যতক্ষণ না এই বঞ্চিত কর্মীরা তাদের সমস্ত অধিকার পাচ্ছেন, জয় কিষান আন্দোলন শাসকদলের স্থানীয় নেতৃত্বের স্বৈরাচারের বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যাবে এবং অন্যায়ের প্রতিকার করে ছাড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *