আমাদের ভারত, ১০ জুলাই: আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে কানোয়ার যাত্রা। করোনার কারণে গত দু’বছর বন্ধ ছিল এই যাত্রা। এবার উৎসাহ-উদ্দীপনা তাই অনেক বেশি। এর মধ্যেই যোগী সরকার জানিয়ে দিল কানোয়ার যাত্রাপথে কোথাও প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না। জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় স্তরে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
একটি বৈঠক করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন, কানোয়ার যাত্রার জন্য নির্ধারিত পথগুলি যেন ভক্তদের জন্য পরিষ্কার করে দেওয়া হয়। রাজ্যের অতিরিক্ত স্বরাষ্ট্র মুখ্যসচিব অবনীশ অবস্থি বলেন, কানোয়ার যাত্রীরা যাতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে যাত্রা সম্পন্ন করতে পারেন তা নিশ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সমস্ত ব্যবস্থাপনা করা হচ্ছে।
বরেলির পুলিশ সুপার সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ জানিয়েছেন, তারা সমস্ত মাংস ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের জানিয়ে দেওয়া হয়েছে যাতে আগামী কয়েকদিন ওই যাত্রা পথে কোথাও মাংস বিক্রি না করা হয়। ব্যবসায়ীরা কথা দিয়েছেন তারা এই নির্দেশ মেনে চলবেন।
প্রতিবছর শ্রাবণ মাসে সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত কানোয়ার যাত্রায় যান হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজল নেওয়ার উদ্দেশ্যে। এরপর সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। কানোয়ায় যাত্রার বিপুল জনপ্রিয়তা রয়েছে। সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ সকলেই এই যাত্রায় যান।

