স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ জানুয়ারি: ডিজিটাল ইন্ডিয়ার অগ্রগতির কারণে কাগজের পাতা ও গ্লাস বাজার দখল করে নেওয়ায় এক প্রকার হারিয়ে যেতে বসেছিলো মাটির গ্লাস ও কাপ।ফলে এই সব সামগ্রী এক প্রকার তৈরি করা বন্ধ করে দিয়েছিলেন মৃৎশিল্পীরা। কিন্তু প্লাস্টিক ও থার্মোকলের থালা, বাটি, গ্লাস মার্কেটে চলে আসায় যেভাবে পরিবেশের ভারসামস্য নষ্ট হচ্ছে তাতে পরিবেশ প্রমী থেকে শুরু করে সরকারের পদক্ষেপের জেরে পুনরায় মাটির তৈরি গ্লাস এবং কাপের চাহিদা বাড়ছে।
এই পদক্ষেপের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমন মৎশিল্পীদের নতুন করে কর্মসংস্থান বাড়বে। ফলে অনেকটা খুশি মাটির কাজের সাথে যুক্ত মৃৎশিল্পীরা। সোমবার এমনই চিত্র ধরা পড়লো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধিন হাট পাড়ায়। এখানকার মৃৎশিল্পীরা সারা বছর ধরে মাটির সামগ্রী তৈরি করে থাকেন। বর্তমানে চাহিদা বাড়ায় খুশি তারা। মাটির ভাঁড় ও গ্লাস রপ্তানি হচ্ছে ভিন রাজ্যেও৷