রাজ্য সরকারের প্রতিনিধির উপস্থিতিতে খড়গপুরে সড়ক নির্মাণ কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী

পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: খড়গপুর লোকাল থানার খেমাশুলিতে বৃহস্পতিবার বিকেলে ৪৯নম্বর জাতীয় সড়কের নবনির্মিত খড়গপুর- চিচিড়া অংশের সড়ক নির্মাণ কাজের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়কপথ মন্ত্রী নীতিন গড়করি। সেই সঙ্গেই, ২০২০কোটি টাকা ব্যায়ে ১৯নম্বর জাতীয় সড়কের পানাগড় থেকে পালশিট পর্যন্ত ৬৮কিমি সড়কের নির্মাণ, পালশিট থেকে ডানকুনি পর্যন্ত ৬৪ কিমি সড়কের নির্মাণ এবং চার লেনের পুরুলিয়া বাইপাস প্রজেক্ট এর ভিত্তিপ্রস্থ স্থাপন করেছেন।

শারীরিক অসুস্থতার জন্য মন্ত্রী সশরীরে উপস্থিত থাকতে না পারলেও মঞ্চে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হুগলি সাংসদ লকেট চ্যাটার্জি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সৌমেন মহাপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *