দু’দিনের বেঙ্গল অর্কিড উৎসব শুরু মোহিতনগরে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর: দু’দিনের বেঙ্গল অর্কিড উৎসব শুরু হল জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগরের হর্টিকালচার ফার্মে। এই প্রথম অর্কিড উৎসবের আয়োজন করা হয় রাজ্য হর্টিকালচার দফতরের উদ্যোগে। বুধ ও বৃহস্পতিবার এই উৎসব চলবে বলে জানা গিয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮৫টি প্রজাতির অর্কিড প্রদর্শনী করা হয়েছে উৎসবে। থাইল্যান্ড থেকে আনা একাধিক প্রজাতির অর্কিড প্রদর্শনীতে রাখা হয়েছে। উৎসব থেকে অর্কিড কিনতেও পারবেন সকলে। এ দিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রথম বেঙ্গল অর্কিড উৎসবের সূচনা করলেন রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়, সঙ্গে ছিলেন দফতরের অ্যাডিশনাল চিফ সেকেটারি সুব্রত গুপ্ত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ সহ অনেকে।

দফতরের দাবি, রাজ্যের চাহিদা অনুযায়ী আলু ও ধান অনেক বেশি উৎপাদন হয়ে থাকে। কিন্তু এই অর্কিডের চাহিদা রয়েছে, কৃষকদের অর্কিড চাষে আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রথম। এই অর্কিড চাষে ব্যয় বহুল খরচ হয় পলি হাউজ বানাতে। কোনো কৃষকের যদি অর্কিড চাষে উৎসাহ থাকে তাহলে তাদের সরকারি ভাবে সাহায্য করা হবে বলে জানালেন দফতরের অ্যাডিশনার চিফ সেকেটারি সুব্রত গুপ্ত।

অন্যদিকে মন্ত্রী অরূপ রায় বলেন, আমরা এই উদ্যোগ প্রতিবছর করার লক্ষ্য রেখেছি। আশাকরি কৃষকদের অর্কিড চাষে আগ্রহ বাড়বে। অন্যদিকে পেঁয়াজ সহ বিভিন্ন চাষ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *