আমাদের ভারত, ৬ মার্চ: কখনো অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানো, কখনো নয়া শুল্ক নীতি চালু করা। ক্ষমতায় ফিরে এসেই আমেরিকায় একাধিক বদল এনেছেন নয়া রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্বভার পেতেই বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার জানা যাচ্ছে, নাশকতা ঠেকাতে পাকিস্তান ও আফগানিস্তানের জন্য নো এন্ট্রি ঘোষণা করতে চলেছে ট্রাম্প প্রশাসন।
খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানিদের জন্য নো এন্ট্রি ঘোষণা করতে চলেছেন ট্রাম্প বলে খবর শোনা গেছে। শুধু পাকিস্তান নয়, ট্রাম্পের এই তালিকায় আফগানিস্তানও রয়েছে বলে খবর। যদিও এই সিদ্ধান্ত চূড়ান্ত কিনা তা ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা স্তরেই রয়েছে।
২০ জানুয়ারি মার্কিন মসনদে বসেই প্রশাসনিক স্তরে একটি নির্দেশিকা জারি করেন ট্রাম্প। সে নির্দেশিকার মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্যাবিনেটের সদস্যদের একটি তালিকা তৈরি করতে বলেন তিনি। ১২ মার্চ পর্যন্ত সেই তালিকা তৈরির ডেটলাইন। কিন্তু সে তালিকায় কী থাকবে, যে মসনদে বসতেই এত তড়িঘড়ি নির্দেশিকা জারি করেছিলেন তিনি?
জানা যাচ্ছে, আমেরিকায় আসার জন্য কোন কোন দেশের পর্যটকদের আংশিক ও পূর্ণ বৈধতা দেওয়া হবে তার তালিকা তৈরি হবে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশিকার পর থেকেই জল্পনা বাড়ছিল। জানা গেছে, তালিকায় পাকিস্তান ও আফগানিস্তানের নাম নেই। যদিও এর আগেও এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে নিজের শাসন পর্বে বিশ্বের সাতটি মুসলিম দেশের পর্যটকদের ওপর আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় এসে ট্রাম্পের তৈরি সেই নিষেধাজ্ঞা তুলে দেন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় ফিরতেই আবারও সে নিষেধাজ্ঞা পুনর্বহালের জল্পনা বেড়েছে।