অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৪ মে: ১৫ বছরের গাড়ি বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামবে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটারস অ্যাসোসিয়েশন।
সংগঠনের সাধারণ সম্পাদক সজল ঘোষ এই প্রতিবেদককে জানান, “সরকারের চিন্তা ভাবনা কি ঠিক বুঝতে পারলাম না। সারা পশ্চিম বাংলার গাড়ি বাতিল না শুধু মেট্রোপলিটন সিটিতে (কলকাতা) ১৫ বছরের গাড়ি বাতিল করা হবে কোন ক্ষেত্রে প্রযোজ্য ঠিক বোঝা গেলো না। কলকাতায় তো আগে থেকেই এই বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু জেলাগুলির ক্ষেত্রে ১৫ বছরের গাড়ি বাতিলের প্রক্রিয়া ছিল না।
যদি এই ধরনের গাড়ি বাতিল প্রক্রিয়া জেলায় জেলায় শুরু হয় তাহলে বহু মানুষের রুটি রুজিতে টান পড়বে এবং তাদের পরিবার চালাতে পারবেন না। সব ট্রাক মালিক বেকার হয়ে পড়বেন সংখ্যাটা কম নয় (৬.৫০০০০) এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের চিন্তা ভাবনা করা উচিত।
কোনও শিল্প নেই। পরিবহন একটা বড় শিল্প বহু মানুষের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক কোটি মানুষ জড়িত, বিরাট একটা কর্মসংস্থান। তাই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন শীঘ্রই শুরু হবে জেলায় জেলায়।”
প্রসঙ্গত, ১৫ বছরের পুরনো ১০ লক্ষাধিক গাড়ি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। সূত্রের খবর, ‘ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল’-এর নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে তারা। চলতি মাসেই এই বিষয়ে পদক্ষেপ করা শুরু করবে দফতর। ঠিক হয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিশ পাঠাবে পরিবহণ দফতর। ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি বাতিলের প্রক্রিয়া এ ভাবেই শুরু হবে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের এক আধিকারিক। তিন দফায় রাজ্যজুড়ে প্রায় ১০ লক্ষের বেশি গাড়ি বাতিলের কাজ করবে পরিবহণ দফতর। পরিবেশ দূষণ সৃষ্টিকারী যানবাহন নিষিদ্ধ করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।