“বোমের ব্যবসা ভালো বোঝে তৃণমূল,” জলপাইগুড়িতে বললেন বামফন্ট চেয়ারম্যান বিমান বসু

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ মে: তৃণমূল বোমের ব্যবসা ভালো বোঝে। জলপাইগুড়ির এক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বললেন বামফন্টের চেয়ারম্যান বিমান বসু। মঙ্গলবার মৃদুল দে এবং মদন ঘোষের স্মরণ সভা ও দলীয় কর্মসূচি সারতে দু’দিনের সফরে সোমবার জলপাইগুড়ি এসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এ দিন বিকেলে সিপিএমের জলপাইগুড়ি জেলা কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি এবং রাজ্যে হয়ে চলা একের পর এক বোমা বিস্ফোরণ, কুড়মি আন্দোলন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কটাক্ষ করলেন বিমান বসু।

তিনি নবজোয়ার কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে তার ভাষণে বলেন, আমি বাঁকুড়া জেলায় ছিলাম। তখন আমার সামনে দিয়ে দেখলাম একের পর এক গাড়ি লাইন দিয়ে যাচ্ছে। সেই গাড়িতে নাকি এসডিও, বিডিও, এসপও, ডিএম এরা সকলেই থাকছে। নাম না করে অভিষেকের উদ্দেশে তিনি বলেন, যিনি একের পর এক সমস্যা সমাধানের নির্দেশ দিচ্ছেন তিনি সরকারের কেউ নয়, এটা কি সংবিধানে রয়েছে প্রশ্ন তুলেন তিনি। এরপর তিনি কুন্তল- অভিষেক প্রসঙ্গে সুর করে বলেন, একসময় কুন্তল ছিলেন হুগলি জেলার যুবার সভাপতি আর অভিষেক ব্যানার্জি ছিলেন যুবার সম্পাদক। এখন উনি বলছেন আমি কুন্তলকে চিনি না। এখন এইসব বললে হবে?

অন্যদিকে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, বোমের ব্যবসা ভালো বোঝে। আর বোমকে বাজি বলে প্রচার করতে ভালো পারে। তাই যে যেই বিষয়ে প্রসিদ্ধ তাকে সেই বিষয় নিয়ে তারিফ করতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *