৪ জন থেকে বাড়িয়ে বীরভূমে ৭ জনের কোর কমিটি করলেন তৃণমূল সুপ্রিমো

আশিস মণ্ডল, বীরভূম, ৩০ জানুয়ারি: ৪ জন থেকে বাড়িয়ে ৭ জনের কোর কমিটি তৈরি করা হল বীরভূমে৷ নতুন কোর কমিটিতে এলেন বীরভূম ও বোলপুরের সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখকেও কোর কমিটিতে জায়গা দেওয়া হয়েছে৷ এদিন বৈঠকে সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, জেলা সভাপতি পদে বহাল থাকলেন অনুব্রত মণ্ডল। এখন থেকে বীরভূম জেলার সংগঠন মমতা নিজে দেখবেন বলে জানিয়েছেন।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তারপরেই লোকসভা নির্বাচন৷ কিন্তু, এখনও গোরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাই দুই নির্বাচনে দলের ফল ভালো করতে এদিন বীরভূম সফরে এসেই সাংসদ-বিধায়ক, ব্লক সভাপতি, পৌরসভার চেয়ারম্যান সহ ৭০ জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাঙাবিতান গেস্ট হাউসে এই বৈঠকে স্থির হয়, দলের বীরভূম জেলা সভাপতি পদে বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল৷ তবে কোর কমিটিতে যুক্ত করা হল তিনজনকে৷ এতদিন ৪ জনের কোর কমিটিতে ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। এবার সেই কোর কমিটি বাড়িয়ে ৭ জনের করা হল৷

কোর কমিটিতে যুক্ত করা হল বীরভূম সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে৷ এই ৭ জনের কোর কমিটিই বীরভূম জেলার সাংগঠনিক দাতিত্বে থাকছেন। এমনই সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বীরভূমের কোনো সাংগঠনিক সমস্যা হলে তা স্বয়ং নজর দেবেন তৃণমূল সুপ্রিমো। এমমটাই জানা গিয়েছে দলীয় সূত্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *