সাথী দাস, পুরুলিয়া, ৯ জানুয়ারি: ধানের পালুই পুড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য করার জন্য তৎপর হল শাসক দল।
গত ৫ জানুয়ারি পাড়া ব্লকের জবররা ঝাপড়া অঞ্চলের আমশোলা গ্রামে দুটি কৃষকদের খামার বাড়িতে থাকা ধানের পালুইয়ে আগুন লাগে। পুড়ে খাক হয়ে যায় প্রায় ৭০ কুইন্ট্যাল ধান। ক্ষতির মুখে পড়ে দুই কৃষক পরিবার। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে সাহায্যের আশ্বাস দেন স্থানীয় বাসিন্দা তথা পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ সাহা, স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক কুমার। তাঁদের প্রচেষ্টায় জেলা তৃণমূল নেতৃত্ব আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন। আজ ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু সহ অন্যান্য নেতৃত্ব।
ক্ষতিগ্রস্ত বাবু বাস্কে ও মকর হেমব্রমেরের হাতে ১৫ হাজার টাকা করে তুলে দেন তৃণমূল নেতারা। ওই কৃষকদের সরকারিভাবে কোনও সাহায্য করা যায় কি না তার জন্য উদ্যোগী হন তৃণমূল নেতারা।