পিডব্লুডির জায়গায় করা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙ্গা হল হাইকোর্টের নির্দেশে, চাঞ্চল্য পাঁশকুড়ার গোপালপুরে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ আগস্ট: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের শেখ গোলাম মহিউদ্দিনের পৈতৃক সূত্রে পাওয়া জায়গায় যাওয়ার রাস্তা আটকে সরকারি পিডবলুডির জায়গার ওপর তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র অফিস করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গোলাম মহিউদ্দিন।

এরপর হাইকোর্ট রায় দেয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং পাঁশকুড়ার আইসি’কে গোলাম মইনুদ্দিনের বাড়িতে যাতায়াতের রাস্তা বের করে দেওয়ার জন‍্য। তৃণমূলের দলীয় শ্রমিক সংগঠনের অফিস সরকারি জায়গায় অবৈধ ভাবে করায় তা ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু রবিবার প্রশাসন পুলিশের সহযোগিতায় তা ভাঙ্গতে এলে বিক্ষোভের মুখে পড়ে। এই দিন শুধুমাত্র পার্টি অফিসের সামনে থাকা একটি দেওয়াল ও একটি পান গুমটি ভেঙ্গে চলে যান। এরপর পুনরায় মামলাকারী গোলাম মইনুদ্দিন হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারপরেই মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পার্টি অফিস ভাঙ্গা হয়।

যদিও হাইকোর্টে অভিযোগকারী গোলাম মইনুদ্দিন জানান, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেজন্যই সে বাধ্য হয়ে বাড়ি থেকে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

যদিও এই প্রসঙ্গে পিডাবলুডির অফিসার অমিত কুমার মাইতি জানান, গতদিন একটা সমস্যা ছিল পুলিশ ফোর্স কম ছিল। সে দিন পুরো ভাঙ্গতে পারিনি। আজ যথেষ্ট পুলিশ ফোর্স দিয়েছে আমরা ভাঙ্গার কাজ শান্তিপূর্ণ ভাবে করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *