আমাদের ভারত, হুগলী, ৬ মার্চ: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কত টাকা জমা পড়ল এবং সেই টাকা কীভাবে খরচ করা হচ্ছে তা জানতে চান তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, মানুষের এই তথ্য জানার অধিকার রয়েছে।
আজ নিজের সংসদ এলাকার এ্যাম্বুলেন্স চালকদের মধ্যে পিপিই কিট বিতরণ করার জন্য রাস্তায় নামেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। সেখানেই তিনি বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কত টাকা এল, আর সেই টাকা কী খাতে খরচ হল তার তথ্য জানার অধিকার সাধারন মানুষের আছে। সর্বদলীয় বৈঠকে এই তথ্য দিক কেন্দ্রীয় সরকার। তাঁর অভিযোগ, এতদিন বিরোধীদের কোনো বিষয়েই পাত্তা দেননি প্রধানমন্ত্রী, এখন বিপদে পড়ে সর্বদলীয় বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন। গতকাল রাত ন’টায় আলো জ্বালানো নিয়েও কটাক্ষ করেন তিনি। কল্যাণ ব্যানার্জি বলেন, গতকাল বাতি জ্বালানোর নামে তাদের দল রাতে যে উৎসব পালন করেছে তা প্রধান মন্ত্রীর উদ্যেশ্য সফল করে দিয়েছে। তবে, প্রধানমন্ত্রীর কোন উদ্দেশ্য সফল হয়েছে সেব্যাপারে পরিস্কার করে কিছু বলেননি তৃণমূল সাংসদ।