TMC, MP, প্রতিবাদ মিছিলে মুখরিত রাজ্য! জল্পনা বাড়িয়ে জনতার হাতে শোষণের প্রতীক বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট তৃণমূল সাংসদের

আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: আজ সেপ্টেম্বরের প্রথম দিন। আর সেদিনই নিজের এক্স হ্যান্ডেলে বাস্তিল দুর্গের পতনের কথা মনে করালেন তৃণমূলের সাংসদ। আরজিকর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রবিবার নাগরিক সমাজের একের পর এক মিছিলে উত্তাল হয়েছে শহর কলকাতা। বিচার চেয়ে বাংলার একাধিক প্রান্তে মানুষ পথে নেমেছেন। যা নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর। তারই মধ্যে জনতার হাতে বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে তৃণমূল সাংসদের পোস্ট যে অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল সরকারের তা আর বলার অপেক্ষা রাখে না।

তৃণমূল সংসদের এই পোস্ট এক রকম বোমার কাজ করেছে বলে দাবি অনেকের। এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহিলাদের রাত দখলে লড়াইকে সমর্থন জানিয়েছিলেন তিনি। ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকে জেরা করারও দাবি জানিয়েছিলেন। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। মাঝখানে বেশ কিছুদিন চুপ থাকলেও আবারও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছেন তৃণমূলের এই সংসদ।

জুলাইয়ে বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়েছেন তিনি। লিখেছেন, জুলাই ১৭৮৯ বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। ঐতিহাসিক ফরাসি বিপ্লবের জন্ম হয়। রাজ্যে ব্যাপক আন্দোলনের আবহে এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।

যদিও ওই পোষ্টের ব্যাখ্যা দেননি সুখেন্দু শেখর রায়। কেবল লেখার সঙ্গে ফরাসি বিপ্লবের ছবি পোস্ট করেছেন। এর আগে আরজিকর কান্ড নিয়ে মুখ খোলার কারণে নিজের দলের তোপের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের এই নেতাকে। এর পরেও নিজের অবস্থানে অনড় ছিলেন। স্পষ্ট জানিয়েছিলেন, আমি কখনোই অসামাজিক জীব না, সবকিছু দেখেও চুপ করে থাকার মানুষও নয়। আর এদিন শহরে যখন প্রতিবাদ বিচারের দাবিতে মুখর সেই সময়ে এই চাঞ্চল্যকর পোস্ট করেছেন তিনি।

এই পোস্ট ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। তাহলে কি তৃণমূলের সঙ্গে সুখেন্দু শেখরের দূরত্ব বাড়ছে? রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

১৭৮৯ বাস্তিল দুর্গের পতন ফরাসি বিপ্লব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। দীর্ঘ বিপ্লবের পর ফ্রান্সের রাজতন্ত্রের পতন ঘটেছিল। বাস্তিল দুর্গ দখল করেছিল সে দেশের সাধারণ মানুষ। কারণ সে সময় বাস্তিল দুর্গ হয়ে উঠেছিল শোষণের প্রতীক। শোষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল সেদিন। দিনটা ছিল ১৪ জুলাই। মানুষ যে যা অস্ত্র পেরেছিলেন নিয়ে গিয়ে দলে দলে দুর্গ ঘিরে ফেলেছিল। প্রবল আন্দোলনের পর রাজতন্ত্রের পতন ঘটেছিল সেদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *