পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মার্চ: ডি এ ইস্যুতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য কেশপুরের শিক্ষকদের স্কুল থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠলো। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে।
জানা গেছে কেশপুর ব্লকের আনন্দপুর চক্রের ঝাটিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শুক্রবারে ডি এ আন্দোলনে সামিল হয়ে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। শনিবার বিদ্যালয়ে এলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শিক্ষকদের বিদ্যালয় থেকে বার করে দেয়।

শিক্ষিকা শিল্পা বোস বলেন, আমরা ডিএ আন্দোলনে শামিল হয়ে গতকাল স্কুলে অনুপস্থিত ছিলাম স্থানীয় নেতৃত্ব ও পরিচালন কমিটির সভাপতি আমাদের বিদ্যালয়ে থেকে বের করে দেন। সেই সঙ্গে বলেন, আপনারা চলে যান আমরা নিজেরা স্কুল চালিয়ে নেব।

