Sukanta, BJP, TMC, “অনেক পয়সা হয়ে গেছে তৃণমূল নেতাদের, বিনা পয়সায় কেউ যান না,” ভিডিও পোস্ট করে কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২০ জুলাই: তৃণমূলের এখন অনেক টাকা হয়েছে, তাই কলকাতার তৃণমূলের শহিদ দিবসে কেউ আর বিনা পয়সায় যায় না। কেউ এসি গাড়িতে, কেউ ট্রেনের এসি কামরায়, আবার কেউ বাসে করে কলকাতায় যায়। একুশে জুলাই- এর ঠিক আগের দিন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর তা ঘিরে হৈচৈ পড়ে গেছে। সেই ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন বঙ্গ বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। (যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ভারত)।

গত কয়েক দিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা হয়েছে। দিন কয়েক আগে বংশীহারীতে প্রধান বক্তা ছিলেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। ভিডিওতে তৃণমূলের জেলা সভাপতিকে বলতে শোনা যায়, “আমি যা জানি, এই ঘরে যারা আছেন তারা আর কেউ এখন বিনে পয়সায় যান না। তৃণমূলের এখন যা টাকা হয়েছে তাতে কেউ বিনা পয়সায় যান না। বিনা পয়সায় যাওয়ার লোক এগুলো না। এরা মোটামুটি কেউ এসি গাড়ি, কেউ বাসে, কেউ ট্রেনে যাওয়ার ব্যবস্থা করেছেন বা করবেন।” তৃণমূল জেলা সভাপতির এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যাকে ঘিরে রাজনীতিতে বিতর্কের পারদ ঊর্ধ্বমুখী।

যদিও নিজের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল জেলা সভাপতির দাবি, এটা একান্তই আমাদের দলীয় ব্যাপার। কর্মীদের শাসন করতে যা বলার দরকার সেটাই আমি বলেছি। সুকান্তবাবু আমার সম্পূর্ণ ভিডিওটা দেননি। মাঝখান থেকে কেটে ভিডিওটা নিজের মতো করে পোস্ট করেছেন। আমি ওই ভিডিওতে বলতে চেয়েছি নেতারা একা একাই বিভিন্নভাবে চলে আসেন। এবার যেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই তারা ধর্মতলার উদ্দেশ্যে আসেন। সে কথাই বলতে চেয়েছি।

এই প্রসঙ্গে কটাক্ষ করেছে সিপিএম’ও। সিপিএম নেতা অনিমেষ চক্রবর্তী বলেন, সুভাষবাবু জেনে বুঝে বলুন, বা না জেনে বলুন, তৃণমূল দলের যা বর্তমান পরিস্থিতি সেই সত্যিটাই তিনি বলে ফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *