প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৪ আগস্ট: খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহা ঘনিষ্ট্য তথা তৃণমূল হিন্দি সেলের সভাপতি রনজয় শ্রিবাস্তব( ৪২) দুষ্কৃতিদের গুলিতে নিহত। গতকাল রাত ১২টা নাগাদ তাঁকে বোমাছুঁড়ে গুলি করে খুন করে দুষ্কৃতিরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে খড়দহ এলাকায়।
জানাগেছে, রনজয় শ্রীবাস্তব তৃণমূল হিন্দি সেলের সভাপতি ছিলেন। আজ রবিবার একটি রক্তদান শিবির হওয়ার কথা ছিল। গতকাল রাত বারোটা নাগাদ বিটি রোডের পাশে খড়দহ টাটাগেটের সামনে সেই রক্তদান শিবিরের প্রস্তুতির তদারকি করতে যাচ্ছিলেন। সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তার নীল রঙের অল্টো গাড়িটি থামাতে বলে। তিনি গাড়ি থামিয়ে বের হতেই তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং চার রাউন্ড গুলি চালায়। একটি গুলি সরাসরি রনজয়বাবুর বুকে লাগে। পাশেই উপস্থিত তৃণমূল কর্মীরা কিছু বোঝার আগেই দুষ্কৃতিরা বাইকে করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার হয়। কিন্তু নিয়ে যাওয়ার পথেই মারা যাযন রনজয় শ্রীবাস্তব।
গুলি চালানোর ঘটনা খবর সামনে আসতেই দ্রুত ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী, শুরু হয়েছে তদন্ত। তদন্তে নেমে ৫ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর।
টিটাগর পৌরসভার মুখ্য প্রশাসক প্রশান্ত চৌধুরী বলেন, “এটা দুষ্কৃতীদের কাজ। বিজেপি এলাকা গরম করার জন্য এসব করেছে। এই খুনের ঘটনায় যাদের পুলিশ গ্রেপ্তার করেছে তারা সকলেই দুষ্কৃতী। আর তৃণমূল কংগ্রেস কোনও দুষ্কৃতিকে দলে নেয় না। ওই দুষ্কৃতীরা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের মিটিং মিছিল গিয়ে থাকতে পারে কিন্তু তা বলে তাদের সাথে দলের কোনও যোগ নেই। “