সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ জুলাই: ভোটের দিন বিজেপি কর্মীদের রান্না করে খাওয়ানোয় এক ক্যাটারিং ব্যবসায়ীর জমির ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালোপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। গ্রামের মধ্যে চাষবাসের পাশাপাশি ছোটখাটো ক্যাটারিংয়ের ব্যবসা করেন ওই এলাকার বাসিন্দা তরুণ বিশ্বাস।

অভিযোগ, ভোটের দিন বিজেপি কর্মীদের খাওয়ানোর জন্য বরাত পেয়েছিলেন তরুণ। রাত পর্যন্ত কাজ চলে ভোটের দিন। ওই রাতেই তৃণমূলের দুষ্কৃতীরা তাকে হুমকি দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে আশপাশের কৃষকদের কাছে জানতে পায়, তাঁর জমির সব ফসল কারা কেটে নষ্ট করেছে। তরুণ বিশ্বাসের অভিযোগ, তিনি ক্যাটারিংয়ের কাজ করেন। ভোটের দিন দুপুরে ৬৪ নম্বর বুথের বিজেপি কর্মীদের তিনি রান্না করে খাইয়েছিলেন৷ সেই আক্রশে তার প্রায় এক বিঘা জমির ওল, পেঁপে গাছ, পটল ক্ষেত দাঁ দিয়ে কেটে নষ্ট করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।
এবিষয় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন কৃষক তরুণবাবু৷ স্থানীয়দের বক্তব্য, ৫০ বছরের মধ্যে এমন ঘটনা কখনও ঘটেনি এই এলাকায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

