আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ অক্টোবর: কান্দি– বহরমপুর রাজ্য সড়ক উপরে রনগ্রাম ব্রিজের পাশে অস্থায়ী ব্রিজ তৈরি করে কান্দি–বহরমপুর রুটে বাস চলাচল স্বাভাবিক করার দাবিতে রনগ্রাম থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত পদ যাত্রা শুরু করল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে দলের জেলা সভাপতি আবু তাহের খান ও কান্দি পৌরসভার প্রশাসক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকারের নেতৃত্বে ব্রিজের সামনে পথ সভার পর পদ যাত্রা শুরু হয়।
দুর্বল ব্রিজের তকমা দিয়ে রনগ্রাম ব্রিজের ওপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। যদিও ওই ব্রিজের পাশে নতুন ব্রিজ তৈরির জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে ব্রিজের পাশে বিকল্প রাস্তা তৈরি না করার কারণে বন্ধ রয়েছে বাস চলাচল। ফলে বিপাকে পড়েছে কান্দি মহকুমার পাঁচটি ব্লকের মানুষ। মুর্শিদাবাদ জেলার সাথে যোগাযোগ বিছিন্ন হয়েছে বীরভূম, বর্ধমান দুই জেলার মানুষের। অবিলম্বে দুর্বল ব্রিজের পাশে বাস চলাচলের জন্য বিকল্প ব্রিজ তৈরির দাবিতে অন্দোলন তৃণমূল কংগ্রেসের।