ছবি: সিপিএম প্রার্থী
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুলাই: গণনা চলাকালীন ব্যালট চিবিয়ে খেয়ে নিল তৃণমূল প্রার্থী। হতবাক সিপিএম প্রাথী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে।
ওই পঞ্চায়েতে জয় পাচ্ছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। কিন্তু ৪ ভোটে হারছেন জানার পরেই ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। এই ঘটনায় হতবাক সিপিএম প্রার্থী থেকে শুরু করে উপস্থিত সকলেরই অভিযোগ, সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার চার ভোটে জিতছিল। খবর পেতেই ঘরে ঢুকে ২৫টি ব্যালট পেপার টেবিল থেকে তুলে নিয়ে তার মধ্যে বেশ কিছু পেপার মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে নিলেন। বাকি ব্যালট ঘরে ছড়িয়ে বাইরে বেরিয়ে যায়। আশপাশে থাকা প্রার্থী ও অন্যান্য কর্মীরা হতভম্ব হয়ে যায় ওই তৃণমূল প্রার্থী কর্মকান্ডে।
হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের অভিযোগ, ভোটের গণনা চলাকালীন তৃণমূল প্রার্থী মহাদেব মাটির হঠাৎ কেন্দ্রে ঢোকেন। তৃণমূল ওই বুথে কম ভোট পেয়েছিল। সিপিএমের পক্ষেই ভোট পড়েছিল বেশি। সেই ফলের খবর পেয়ে হঠাৎ টেবিল থেকে বেশ কয়েকটি ব্যালট নিয়ে খেয়ে ফেললেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটির। তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ করেন গণনা কেন্দ্রে থাকা এক তৃণমূল কাউন্টিং এজেন্ট। তিনি বলেন, মহাদেব মাটির এমন ধরণের মানুষ আগে ভাবিনি। তাঁর এই জয়কে আমি ধিক্কার জানাই।
রবীন্দ্রনাথ মজুমদার বলেন, ওই ঘটনার পর গণনার কাজ থমকে যায়। পরে জানতে পারি তৃণমূলের প্রার্থী মহাদেব মাটির জোড় করে সার্টিফিকেট নিয়ে যায়। তৃণমূল পাগোল হয়ে গিয়েছে।

