স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে রায়গঞ্জে ঝটিকা সফরে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার দুপুরে তিনি রায়গঞ্জে এসে পৌছান।
প্রথমেই রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে অবস্থিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পূর্নাবয়ব মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান। জন্মদিনে প্রয়াত জননেত্রীর কিছু আদর্শও তুলে ধরেন তিনি। এরপর দলীয় কর্মীদের সাথে কিছু বার্তালাপের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন অধীর রঞ্জন চৌধুরী। আক্রমন করেন বিজেপিকেও। এই ২ দলের আদর্শগত আইকন নেই বলে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।